অল্প বিদ্যা যে ভয়ঙ্করী
দেখবে তাদের মাতুব্বরী
কথায় তাদের ফুলঝুরি
চাল-চলনে ও রাশভারী।

অতি ভক্তি চোরের লক্ষণ
সত্য কথা করে গোপন
বোঝা যায় না আসল কারণ
সুযোগ পেলে করবে হরণ।

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
নিজের দোষ গোপন করে
ফাঁদে ফেলে যারে তারে
সুযোগ বুঝে সট্‌কে পরে।

কাঁটা  দিয়েই কাঁটা তোলা
এই নীতিতে মুকাবিলা
দক্ষ হলে নেই ঝামেলা
মুক্তির পথ লাগবে খোলা।

কারো আসে পৌষ মাস,
হলে কারো সর্বনাশ
ত্রাসের রাজা করে গ্রাস
যত পারে করবে রাশ।  

কাটা ঘায়ে নুনের ছিটা
দিতে লাগে বড় মিঠা
পরের কষ্টে করে ঠাট্টা
কে না করে এমন চেষ্টা?

এক মাঘে যায় না শীত
মনে রাখে যারাই অতীত
শক্ত করে নিজের ভিত
বাগে পেলে গাইবে গীত।

কত ধানে কত চাল
কোন মরিচে কত ঝাল
বুঝবে তুমি কেমন হাল
যখন শুনবে করতাল।

জোর  যার মুলুক তার
থাকলে জোর মামা চাচার
যা চাবে তার হবে জোগাড়
এসব এমন নতুন কি আর?

অতি চালাকের গলায় দড়ি
যতই করুক বাটপাড়ি
প্রকাশ পাবেই জারি-জুড়ি
বুঝবে তখন কেলেঙ্কারি।

জলে কুমির ডাঙায় বাঘ?
শোক দুঃখ মনের রাগ
ভুলে ওসব থাকো সজাগ
নইলে হবে ধ্বসের খোরাক।

দুধ কলা দিয়ে পুষলে সাপ
আসবে সময় করবে বিলাপ
লাগলে পরে তখন খারাপ
বুঝবে বটে সেই অপলাপ।

বচন গুলি পুরান বটে
ফুরায়নি তার কদর মোটে
সেই কথাটা বিনা কষ্টে
বলতে পারি অকপটে।

২০২১ ০৯ ০৬