আছে যত বিধান আল-কোরআনে
কতটুকু তার আনবে আমলে?
যুক্তি তর্কের বোঝাপড়া চলে সদা মনে
কখনো প্রকাশ্যে আর কখনো আড়ালে।
কোরআনের বিধান স্মরণ করিয়ে
কেউ যদি করে কিছু মানা।
মানবো কি মানবো না নিয়ে
হরেক রকম যুক্তি মনে দেয় হানা।
প্রশ্ন করি ভুলের পথে তবে
চলেছে কেন এতো জনা?
নানান মতের ইমাম সাহেবেরা
দেখো ফতোয়া দিচ্ছে কত
ঠিক বেঠিকের যাচাই না করে
মানি মনের খায়েশ মত!
শরীরের শোভা কতটুকু ঢাকলে
মানা হবে আল্লাহর বিধান?
মনের খায়েশ মেটাতে হলে
ভুলে থাকা যাবে কি আল-কোরআন?
মাথার চুল ঢাকবে নারীরা
আছে নাকি তাতে কোনো সন্দেহ?
মানবে সে বিধান রবের তুষ্টি পেতে
থাকে তাতে কারো যদি আগ্রহ।
নত করবে পুরুষেরা দৃষ্টি তাদের
সামনে আসলে মাহরাম ছাড়া কেউ।
আছে নাকি তাতে গোঁড়ামি কোনো?
আসুক যতই আধুনিকতার ঢেউ।
সুদের উপর চলছে জীবন
দেদারসে চলে গাড়ি বাড়ি ক্রয়
কতটুকু তার আছে প্রয়োজন
বাড়িয়েছি যত সম্পদ সঞ্চয়?
সুদের খতিয়ানে জড়ায় যে জন
সে জন আল্লাহর সাথে যেন করে যুদ্ধ
কোন অজুহাতে পাবে পার সেই দিন
যদি আল্লাহ থাকেন কারো 'পরে ক্ষুব্ধ।
তবে কুণ্ঠা কেন, রবের বিধান চলতে মেনে?
কোন অজুহাত বাঁধ সাধে প্রকাশে বা গোপনে?
যুক্তি তর্ক ফেলে, ভেবে দেখো মনে মনে -
করছো যাহা, কতটুকু তার দুনিয়ার সুখ সাধনে?
কতটুকু তার করেছিলে শয়তানের প্রলোভনে?
আর কতটুকু সঁপেছিলে তাঁর তুষ্টি অর্জনে?
মনে প্রাণে কাজে কর্মে যে জন চায়
সদা খুশী করতে আল্লাহয়
আর কেউ খুশি হোক বা না হোক
তাতে কি বা আসে যায়?
যদিবা করো খুশী নিজেকে আর অন্যকে,
যেথা নারাজ হবে আল্লাহয়
মনে রেখো তবে আল্লাহ তাদেরে বাধ্য করবে
তোমা থেকে যেন তারা মুখ ফিরায়।
২০২১ ১০ ০৯