পেগাসাস? সেটা কি?
কোথা থাকে? খায় কি?
সে যে এক সাদা ঘোড়া
নেই তার কোনো জোড়া।
তাকে নিয়ে কথকতা
গ্রিকদের রূপকথা।
যে ঘোড়ার আছে ডানা
উড়তে যে নেই মানা।
জিউসের অভিলাষে
তারা হয়ে সবশেষে,
আছে ভেসে আকাশে।
পেগাসাস এলো ফিরে
মুঠো ফোনে ঘরে ঘরে,
সে যে আর নেই ঘোড়া,
আকাশের কোনো তারা।
আড়ি পেতে শুনে কথা
এই নিয়ে মাথা ব্যথা!
দাবী তার একটাই
সন্ত্রাসী ধরা চাই!
ঘরে ঘরে তাই বুঝি!
ডিজিটাল চর সাজি।
খুঁজে বেড়ায় সন্ত্রাসী
কেন মোরা নই খুশি?
২০২১ ০৭ ২০