লোকে বলে টাকা হলে
পাওয়া যায় বাঘের দুধ।
বনে যদি বাঘ না মিলে
বাঘ পাঠাবে যমের দূত।
থাকে যদি টাকার গরম
পালাবে সব লজ্জা শরম
সবাই ভয়ে থাকবে নরম
এনে দিবে সুযোগ চরম।
যেথা যখন যাহা খুশি
করতে পারবে চিন্তাহীন,
থাকবে তবু ধোয়া তুলসী
টাকা ঢালবে যতদিন।
সীমাহীন পাপের বোঝা
টাকা দিয়ে যাবে ঢাকা
হবেনা যে কোনো সাজা
বিচারপতি খাবে ধোকা।
পায়ের উপর পাটা তুলে
মনের সুখে কাটাও দিন
একদিন সবে যাবে ভুলে
পাপী ছিলে কত হীন।
তবু আমি যাই শুধিয়ে
মনে রেখো কথা মোর,
জানি আমি মরার ভয়ে
কাটবে না তোমার ঘোর।
পারবে কি দিতে ফাঁকি
শেষ বিচারের আদালতে।
টাকা পয়সা আসবে নাকি
সেদিন তোমায় মুক্তি দিতে?
২০২১ ০৭ ২৩