স্মৃতিরা বেঁচে থাকে স্মৃতির খাতায়,
সাদা, নীল, লাল, বা সবুজ পাতায়।

অনুরাগী -অভিমানী স্মৃতিরা সব  
ব্যাথায় -চোখের জলে ভাসায়।
অভিলাষী স্মৃতিরা হ'লে পরে সরব
আনন্দে-আহ্লাদে মাতায়।

কখনো ভেসে উঠে অকপটে
দূরান্ত স্মৃতি
গোপনে-গহীনে জেগে উঠে
মঙ্গল-আরতি

মন চায়, ডেকে কই প্রিয় জনে  
নিভৃতে নিহিত কত স্মৃতি।
ব্যথা টুকু তবু থাকে মনের গহীনে  
গোপনে হৃদয়ের আকুতি।

বিস্মৃত স্মৃতিরা স্মৃতির গভীরে
থাকে লুকায়ে গোপনে।
কখনো তা আসে ঘুরে ফিরে
অগোচরে অদৃশ্য আয়নে।

বিস্মৃত স্মৃতিরা কভু ক্ষনে ক্ষনে
ব্যাকুল হৃদয়ে গাঁথে কি চয়নে
জীবনের যত অজানা স্বপনে।


তারিক | ২০২১০৬১০