সুনীল দিগন্তে ছুঁয়ে যাওয়া
আকাশের এই চেনা রূপ ভিন্ন কোথায়?
তবু এই ক্ষনে এই খানে
আমি যে আকাশ দেখি
অন্য কোনো দিন, অন্য কোনখানে
এই পৃথিবীর বুকে
সে হবে কেবল-ই স্মৃতি ।
অথচ এক ই সেই সুনীল আকাশ
নতুন এক দিগন্তে
পৃথিবীর মমতায় জড়াবে আলিঙ্গন।
আর চেনা এই স্মৃতিময় আকাশ
এক ই সে আকাশের আড়ালে
হারাবে বিস্মৃতির গভীরে।