আছে দাড়ি টুপি আলখাল্লা পরা গোড়ার দল
যুগের সাথে তাল মিলিয়ে ব্যর্থ সব "অচল"
কতেক মনে করে দরকার বটে স্যুট-টাই পরা চল
বিকল্প নেই তার কোনো, হয়েছে যুগের বদল।
কেউ কারো থেকে কম নয়, করে সব দলাদলি
যে যেভাবে পারে, ফাটায় নিজেদের বুলি।
সালাফি, ওহাবী নাকি, তুমি কোন মাজহাবের অনুসারী?
শুদ্ধ কার থেকে কে বেশী - চলে তাই নিয়ে বিতন্ডা ভারী।
দু'এক খানা আয়াতের অনুবাদ জানা ধর্ম "বিশারদ"
ঝাড়ে কত জ্ঞানের ঝুলি। দেখিবে তাদের দরদ কত,
গোঁড়ামির হাত থেকে করিতে ধর্মেরে উদ্ধার
বটে, পালন করে কতটুকু? রাখেনা খবর তার।
কোথায় আছে বারণ, করিতে উৎসব জন্ম দিনে
আছে নাকি এসব নিয়ে কিছু হাদিস কোরআনে?
কতবার নবী পড়াইছে মিলাদ? নিভাইছে মোমের বাতি?
এসব প্রশ্ন ধোপে টেকে না, যুগের সাথে পাল্টিছে সব রীতি।
আঁধার যুগে চলন ছিলো নারীদের হিজাব পড়ার।
অধুনা এ যুগে অচল সেসবের নেই কোনো দরকার।
মুক্ত স্বাধীন নারীদের আছে আজ অন্তর পরিষ্কার !
কতটুকু দেহ ঢাকিবে তার? সেতো তারই অধিকার।
খেলা-ধুলা, গানে, আনন্দ-উল্লাসে আছে নাকি কোনো বাধা?
বোঝে না গোড়ার দল, দোষ কি তাতে মেটাতে মনের ক্ষুধা?
মানুষের মন বলে কথা, মেধা বিকাশে বাধা দেয় কোন গাধা?
হায় হায় হায়! মুসলিম বুঝি যুগের সাথে তাল মিলাইয়া চলে?
কোরআন হাদিসে যা লেখা আছে থাকে সে সব ভুলে!
বটে ইসলাম যে পনেরো শ' বছর আগে ছিলো পূর্ণাঙ্গ দ্বীন!
অধুনা যুগে মোটে নয় কঠিন, চল যদি কোরআন হাদিস বিহীন!
ভেবে দেখো, চেয়েছো কি নিজের নাকি, রবের সন্তুষ্টি
জেনে রাখো, জ্ঞানের ঝুলি আর বুলি নয় ধর্মের মাপকাঠি
বুঝিবে বটে, শেষ বিচারের দিন যবে জাগিবে উঠি।
২০২১ ০৮ ০৮