ভালোবাসা মানে
ভালোবাসা নিয়ে কবিতার সমারোহ।
ভালোবাসা মানে
উতাল হৃদয়ে আবেগী ছন্দের দাহ।
ভালোবাসা মানে
মায়ের কোলে মাথা রেখে অনন্ত জীবন।
ভালোবাসা মানে
মা নেই বলে শূন্য হৃদয়ে না দেখা ক্রন্দন।
ভালোবাসা মানে
বাবার হাত ধরে গুটি গুটি পায়ে পথ চলা।
ভালোবাসা মানে
বাবা নেই বলে না বলা হাহাকার সারা বেলা।
ভালোবাসা মানে
সোহাগী বোনের অভিমানী ছেলেবেলা।
ভালোবাসা মানে
মেজাজি ভাইয়ের আদুরে কপট শৃঙ্খলা।
ভালোবাসা মানে
তোমাকে নিয়ে আহ্লাদে ভরা প্রেমের বাসর।
ভালোবাসা মানে
থাকবে তুমি আমার পাশে বাকিটা জীবনভর।
ভালোবাসা মানে
আমার ছোট্ট মানিকের নিষ্পাপ হাসিতে বিলীন।
ভালোবাসা মানে
মানিক আরো বড় হবে বলে স্বপ্ন সীমাহীন।
ভালোবাসা মানে
ভালোবাসি যাদেরে পরকালে তাদেরই মিলন।
ভালোবাসা মানে
আমোদে আহ্লাদে সবার সাথে অনন্ত জীবন।
ভালোবাসা মানে
সর্বনাশা যুদ্ধের সাথে প্রতিরোধী বিদ্রোহ।
ভালোবাসা মানে
শান্তির ডাকে জালিমের শবদাহ।
ভালোবাসা মানে
অভুক্ত শিশুর কান্নার ধ্বনিতে দিশেহারা মনুষ্যত্ব।
ভালোবাসা মানে
মানুষের তরে মানুষের অস্তিত্ব।
ভালোবাসা মানে
না দেখে সবচেয়ে বেশী ভালোবাসি নবীকে আমার।
ভালোবাসা মানে
ঈমানের দোহাই, তারই পথে পথ চলার।
ভালোবাসা মানে
তুমি রাহমানুর রাহীম।
ভালোবাসা মানে
আকাশে বাতাসে তোমার করুণা অসীম।
ভালোবাসা মানে
সুখে দুঃখে সদা ধৈর্য ধারণ।
ভালোবাসা মানে
তোমার-ই কাছে পূর্ণ সমর্পণ।
ভালোবাসা মানে
দুনিয়াকে করে তুচ্ছ জ্ঞান।
ভালোবাসা মানে
তোমার-ই করুণায় পরকালে শান্তি অফুরান।
২০২১ ০৭ ২৪