করোনার ভয়ে এখন পড়ছি সবে
মাস্ক নাকি মুখোশ?
খামোশ! তোমার এতবড় সাহস?
আছে নাকি মাথায় তোমার
একটু ঘিলুর পরশ?
মহামারী নিয়ে এখন
চলবে না আর আপোষ!
দেখছো না যে ঘুরে বেড়ায়
কত রকম করোনা ভাইরাস?
ক্ষনে ক্ষনে ভোল পাল্টায়
সে তো মানব জাতির ত্রাস!
মাস্ক যদি না পরে সবায়
হবে তবে সাড়ে সর্বনাশ!
তথৈবচ! মোদের তবে ভাগ্য ভালো
এমন সহজ মাস্ক বানানোর বুদ্ধি ছিলো!
চলো তবে মোরা সবে রাখি ঢাকা
নাকের আর মুখের ফুটা
বাজবে বটে তার বারোটা!
ভোল পাল্টাবে আর কতটা?
আলফা বিটা মিউ ডেল্টা?
তবু আমার ঘিলু ছাড়া মাথার মধ্যে
একটা প্রশ্ন করে ঘুরপাক
ঘায়েল কইরা মাস্কের ফান্দে
করোনারে না হয় মোরা করবো এটাক।
তাই বলে কি পারবো মোরা করতে ঘায়েল
এই সমাজে আছে যত মুখোশধারী মহা জাঁদরেল?
বহুরূপী ওদের মুখে মুখোশ ছিলো সারা জনম
ছিলো না তাই তাদের কোনো লজ্জা শরম!
তবু কি আর চিনতে তাদের বেগ পেতে হয়
যতই থাকুক মুখে ওদের অচিন মুখোশ
লোভের টানে যখন তখন ওরা দেখি
পাল্টে ফেলে আলগা খোলস।
মুখোশ নিয়ে আমরা কেন থাকি এতো নীরব
মাস্ক নিয়ে আমরা যখন সবাই এতো সরব?
২০২১ ১১ ০৯