হাট বসেছে - মানুষ বেচা-কেনার হাট!
ভাবছেন আমার ঘটেছে বুদ্ধি - বিভ্রাট ?
করছি খোলাসা,
একটু খানি ধৈর্য ধরেন,
কাটবে ধোঁয়াশা।
এই হাটে বেচা সহজ,
তবে কেনা বেজায় কঠিন।
যদি থাকে একটু গরজ
লাগবে না কোনো ঋণ।
যারা হতে পারে বেচার পণ্য
তারা ভাবে, আহা কি ধন্য -
আহা কি ধন্য !
আগে বলি তাদের কথা
যারা এই বাজারের ক্রেতা
ওনাদের বড় পুঁজি - ক্ষমতা।
কিছু পণ্যেরা বিক্রীত হয় কম দামে
তারা ভয় পেলেই চলে।
বেচা-কেনা শেষ হলে -
তারা থাকে বীর-বিক্রমে।
তবে, আছে কিছু পণ্য
যারা নয় সহজ লভ্য !
এরা বোঝে না পাপ-পুণ্য
জাত-এ কিছুটা অসভ্য।
চড়া দাম পেলে
চোখ বুঁজে হেলেদুলে
বদ্লায় মালিকানা।
তাদের জন্যে, এসব মামুলি ঘটনা।
আর কিছু আছে আজব কিসিমের পণ্য
এদের সংখ্যা অতি নগণ্য।
ভয় বা লোভের মুদ্রা যতই হোক দামী
এরা ভাবে নিজেদের সংগ্রামী।
জানেন কি মজার ঘটনা ?
এই বাজারে লাগে শুধু একটাই নজরানা।
তবে সেই কথাটা, বলতে মানা।
জানতে চান ঠিকানা
কোথায় কখন বসে এই হাট ?
সে নিয়ে আর একদিন করবো কাব্য রচনা
আজ এখানেই থাক।
তারিক | ২০২১ ০৬ ০৭