চুরি করা বিদ্যা, আর ধার করা ধন
পাওয়া যায় যখন তখন, হলে প্রয়োজন।
তা-ই নিয়ে দেখো, কতশত জন
সেজেছে মহাজ্ঞানী মহাজন।
কে বলিছে আর, নিশি গৃহে তার
জ্বলবে না প্রদীপ ভাতি?
দেখোনি নাকি রঙের বাহার
দিবা-রাত্রি জ্বলছে নিয়ন বাতি?
লোভে পাপ আর পাপে মৃত্যু
সে কথা কি আছে আজও সত্যি?
থাকলে লোভে মত্ত, পাপাচারী নৃত্য -
বাড়বে প্রভাব প্রতিপত্তি।
সমাজে সুজন থাকত ব্যথিত
চোরে না শুনত ধর্মের কাহিনী ।
কলি কালে আজ সমাজ পীড়িত
চোরেরা বানায় ধার্মিক বাহিনী।
খাটি কথার আজ পড়েছে আকাল,
কে বলেছে আর কথায় ভাজে না চিড়া?
চারিদিকে দেখি মিথ্যার বেড়াজাল -
মনুষ্যত্ব জ্ঞানহীন দিশাহারা।
২০২০ ১১ ২১