[এই আসরে আমার শেষ কবিতা]
মানুষ এখন নিত্য নতুন প্রযুক্তিতে
আগুন ছাড়া রান্না করে
অনায়াসে কম সময়ে দূর দূরান্তে
আয়েশ করে বেড়ায় ঘুরে
যখন তখন এক নিমিষে আঙ্গুল টিপে
যা খুশি তাই জানতে পারে
ঘরে বাইরে সকল কাজই ধীমান রোবট
খুব সহজে করতে পারে
মজার ব্যাপার, মানুষ এখন রোবট রাখে
একান্তে তার সঙ্গী করে
মরলে পরে বিজ্ঞানীরা
বাঁচায় জীবন রাখতে পারে ক্লোন করে
বিজ্ঞানীদের মেধার গুনে
হাঁস মুরগী সারা বছর ডিম পাড়ে
আলু পটল বেগুন ঢেঁড়স
কত ফল একই গাছে ফলতে পারে
পরীক্ষাগারে বিজ্ঞানীরা
দুধ মাংস কোষ দিয়ে তৈয়ার করে
গরু ছাগল দুম্বা ভেড়া
থাকবে না আর খামার বাড়ি গোয়াল ঘরে
তবু আমার চিন্তা মাথায়
মানুষগুলো এই জমানায়
ডিজিটাল এই জীবন ধারায়
আগের থেকে ভিন্ন কোথায়
আজো মানুষ দুঃখ পেলে
মনের কষ্টে অশ্রু ফেলে
আনন্দে সব মেতে উঠে
সুখের কোনো খবর পেলে
আজো মানুষ আগের মতই
যেমন ছিলো আগে সবাই
নিদ্রা যেতে চোখটা বুজায়
ক্ষুধার জ্বালায় মুখ দিয়ে খায়
হালকা হতে কলঘরে যায়
কামের টানে ভিন্ন কোথায়
আজো মানুষ ক্ষমতা আর টাকার লোভে
প্রতারণা ছল চাতুরীর ফাঁদে পরে একই ভাবে
দিকে দিকে লক্ষ কোটি মানুষ মরে অন্নাভাবে
কেন তবে এই জমানায় মানুষ করে এতো বড়াই
মানুষ কি আর আগের মতো নাই রে সবাই
২০২১ ১২ ১৭