বেঁচে আছি যতক্ষণ,
কারণে কি অকারণ
আছে স্বপ্ন বিলাস
আছে সীমাহীন অভিলাষ,
আছে সাধ-আহ্লাদ
আছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
বেঁচে থাকি যতকাল
করি কত কলরব কোলাহল।
অবশেষে এই ক্ষণ হয় পার
বয়ে যায় সময়ের খোলা দ্বার।
পাড়ি দেয় অতঃপর
সময়ের সরোবর
বাড়ে শুধু অতীতের এতটুকু কলেবর।
কিছু ফেলে কিছু ভুলে
কিছু আরো সাথে লয়ে
অবিরাম ছুঁটে চলে
সময়ের সাথে ধেঁয়ে
অনাগত যত সব,
চলমান রথে সব।
সে তো নয় সীমাহীন অর্ণব !
এতো নয় ছুটে চলা অবিরাম
চলে শুধু ততক্ষন
আয়ু থাকে যতখণ,
নাড়িঘাতে সক্ষম।
অবশেষে হলে পার
মরণের চেনা দ্বার
থেমে যাবে অচিরাৎ
অতীতের গতিপথ।
অতীতের কলেবর বাড়বে না কভু আর
অনাগত স্বপ্নরা করবে না আবদার।
এভাবেই একদিন থেমে যাবে
জীবনের আছে যত আয়োজন।
অতীতেই শুধু হায় বেঁচে থাকে
স্মৃতি নিয়ে জীবনের সব ক্ষণ।
অতঃপর জীবনের নিরূদ্ধ স্মৃতি সব
বাঁধা পড়ে স্মৃতিঘেরা নিবদ্ধ অতীতে।
কতকাল কতজন করবে তা অনুভব ?
জীবনের ইতিকথা থেকে যাবে নিভৃতে।
২০২১ ০৭ ০৭