বাড়ি থেকে বাহির হলে
মিলবে দেখা গলির নেতা।
বড় রাস্তায় উঠলে পরে
হাঁক ছাড়িবে মোড়ের নেতা।
এদের উপর আছে বটে
পাতিনেতা উপনেতা।
সবার উপর আরো থাকে
দেশ ও দশের দলনেতা।
নেতায় নেতায় নেতারণ্য
এতো নেতা কিসের জন্য
সকল নেতাই অসামান্য
করতে হবে তাদের মান্য
করে তাদের মান্য গণ্য
পারো যদি হও একটু ধন্য
মানুষ তুমি অতি নগণ্য!
নেতার দাবী যৎসামান্য!
তারাতো নয় কম বরেণ্য!
কমিশন আর চাঁদার জন্য
হারাবে কি জাত-কৌলীন্য?
ভোট যদি হয় প্রত্যাসন্ন
খুঁজে বেড়ায় তন্ন তন্ন
কে কোথায় আছে বিপন্ন
নেতা থাকে বড় বিষণ্ণ
তদবির চলে নিরবচ্ছিন্ন
মনের কথা রেখে প্রচ্ছন্ন
স্বপ্ন দেখায় সবার জন্য
হলে পরে ভোট নিষ্পন্ন
প্রতিশ্রুতি হয় ছিন্নভিন্ন
নেতাগিরি থাকে অক্ষুন্ন
বাকী সবাই সঙ্কটাপন্ন!
তবু দেখো কেমন করে
বোঝাই নেতা দেশটা জুড়ে
ভোদাই যারা তাদের ঘিরে
ন্যায় নীতির লাগাম ছেড়ে
হেরে গলা দিয়ে ছেড়ে
শ্লোগান ধরে একই সুরে
দল নেতার অনুসারে
লক্ষ্য নেতা ঘরে ঘরে!
তাইতো বুঝি দেশটা জুড়ে
হরেক রকম নেতার ভিড়ে
চারিদিকে টাকা উড়ে
উন্নয়নের চাকা ঘোরে!
২০২১ ১১ ০৮