যে ক্বালেমা পরে আমি হইয়াছি মুসলমান
কতটুকু রাখিয়াছি সেই ক্বালেমার সম্মান?
বাধ্য মানিতে মোরা বুঝিলে ক্বালেমার কদর -
এক আল্লাহ ছাড়া নাই কোনো প্রভু মোর।
অপার মহিমায় সর্বশক্তিমান যিনি অমর।
মানিব তাঁহারেই মনে প্রাণে প্রতিটা প্রহর।
ঘোষণা করিয়াছি নিয়ত বটে
রাখিবো না তাঁহার দোসর।
আস্থা রাখিয়াছি কি রিজিকের তরে
এতটুকু তাঁহার উপর?
কত "মহা" মানবের মতাদর্শে
করিয়াছি নিজেরে বিলীন!
কতটুকু মানি কোরআনের বাণী
মোদেরে দিয়াছেন যে দ্বীন?
প্রতিবার ক্বালেমার দাবী মেনে বলি,
মোহাম্মদ আল্লাহর রাসূল।
হৃদয়ের টানে ডাকিয়া নবীরে
কতটুকু মোরা হইয়াছি আকুল?
ক্বালেমা কি শুধু মুখে মুখে বলা
নাই কোনো প্রভু আল্লাহ ছাড়া?
আর শুধু রোজা নামাজের ছলে
ক্ষণিকের তরে দিলাম হাজিরা?
প্রভুর দাসত্ব তাতে কতটুকু হবে
তাঁর নিয়মে যদি না চলে জীবনধারা?
২০২১ ১১ ১৪