সিংহ কেন বনের রাজা
হাতির অনেক দুঃখ
গায় গতরে মস্ত হাতি
নয়তো সে যে মূর্খ
ধূর্ত শিয়াল গুরু সেজে
করে শুধু পন্ডিতি
বনের মাঝে কে না বোঝে
বনমোরগের দুর্গতি
ভালুক যখন ঘুমে কাতর
মৌমাছিদের শান্তি
সবচেয়ে বেশী দুষ্ট বাঁদর
করে না কেউ ভক্তি
হরিণ থাকে সদা সজাগ
তাদের অনেক শত্রু
চিতা ধরে কামড়ে গলায়
দেখে না তার অশ্রু
গাছে গাছে পাখ -পাখালি
বনকে রাখে মুখর
যে যার কাজে ব্যস্ত সবাই
বোঝে না তার কদর
সর্প জাতির আনাগোনা
বোঝা বড়-ই দায়
ডাঙায় জলে গাছের ডালে
নেই তারা কোথায়
কুমীর আর বেজী থাকে
নদী-নালা খালে
মাছের উপর জীবন ধারণ
মাছের সাথে মিলে
শত্রু মিত্র যে যাই থাকুক
বনেই সবার বাস
মানুষ যদি বন যে কাটে
তাতেই ওদের নাশ
গাড়ির চাকা কলের চাকা
ঘোরাই যত বেশী
বনের তত পশু-পাখি
হবে অনাবাসী
২০২১ ০৭ ২৪