মুমিনের জিহাদ শুরু নফসেরে করতে শাসন
পরিহার করবে সবই আল্লাহ যা করছে বারণ।
হবে কি জিহাদ, যদি না নামাও চোখের নজর?
জবানের জিহাদ হবে - যদি করো কথার কদর।
মনের জিহাদ সফল হবে, যদি পারো করতে সবর।
জীবনের প্রতিক্ষনে সব মুমিনেই করে জিহাদ
অস্বীকার করতে ব্রত বাতিলের সব মতবাদ।
করে না অবহেলা পেতে তারা রবের দিদার
করে না হেলা ফেলা আত্মত্যাগে জীবন চলার।
কাটে তার সাধের জীবন শাহাদাতের স্বপ্নে বিভোর
যেতে চায় জান্নাতে সেই, নীচে যার থাকবে নহর।
দুনিয়ার চাওয়া পাওয়া অকিঁচন তাদের হিয়ে
রবের হুকুম মানবে সদা প্রয়োজনে জীবন দিয়ে।
২০২১ ০৮ ০৭