এতটুকু শৈশব কেটে ছিলো
না বুঝে আপনভোলা।
ফিরে এসে স্মৃতি গুলো
সহসা যে মনে দেয় দোলা।
চঞ্চল উদ্দাম কৈশোরে
খেলা ছলে কাটিয়েছি বেলা।
অগোচরে ঘুরে ফিরে
অকাতরে নির্ভয়ে চলা।
উদ্ধত উল্লাসে ভরা যৌবনে
প্রমোদে বিহারী হেলাফেলা
নিষিদ্ধ স্বপন দহন পরানে
প্রহেলিকা দিয়ে যায় জ্বালা।
অবশেষে এই বেলাভূমে
উতলা আমি কিসের-ই টানে
চেয়ে চেয়ে দূর নীল গগনে?
কিসের আশায় একাকী গোপনে
পথের দিশা খুঁজি মুক্তির পানে?
২০২১ ১১ ০৮