তোরা করিসনে তামাশা লয়ে তাদের
যারা এনেছে বিশ্বাস আল্লাহ-য়।
[তারা সাড়া দিয়েছে ডাকে রাসূলের
তারা করেনা তোদের ভয়।]
ভেবেছিস তোরা থাকবি মেতে উল্লাসে
নিজেদের মাঝে করে যত বিদ্রুপ পরিহাস?
[ভাবিসনে তা থাকবে অজানা বিচার দিবসে,
নিশ্চয় সেদিন মিলবে সব হিসাব নিকাশ।]
ভেবেছিস তোরা? বিশ্বাসীগণ [মূর্খ সবে
বোঝেনা দুনিয়া], সব হয়েছে পথহারা?
[না না, তারা হারায়নি দিশা বিত্ত বৈভবে
দুনিয়ার মোহে তারা হয়নি দিশেহারা।]
কে দিয়েছে [তোদের শাসনভার?]
তোদের নেই কোনো অধিকার,
বিশ্বাসীদের করতে দমন।
[রাখিস তবে একটু স্মরণ,
সেদিনতো নয় দূরে আর,
যেদিন হবে সবার বিচার।]
আসবে যখন শেষ বিচারের ক্ষণ,
বসে সিংহাসনে সব বিশ্বাসীগণ
দেখবে তোদের দুর্দশা আর করবে উপহাস।
পরিশোধ হবেই তখন;
[অতঃপর মিটবে তোদের ঘৃণ্য অভিলাষ।]
[সূরা আল- মুতাফীফিন (২৯-৩২) অবলম্বনে]
২০২১ ০৭ ০৩