যখন দেখো আগুন জ্বলে
চাল ডালের বাজার দরে
ঠিক তখনি কত জনের
চুলা নিভে ওশ্বা ঘরে!
বাজার দরে আগুন জ্বেলে
মজুতদারের পোয়া বারো!
কিসে তাদের কমতি আছে
ক্যানে তারা চায় বেশি আরো?
মরলে পরে মজুত সকল
যাবে না যে সঙ্গে তাদের,
এই কথাটা জেনে ও তারা
দুনিয়াকে ভাবছে আখের!
পেটের ক্ষুধায় হলে কাতর
বুঝতো তারা - গরীব দুঃখীর কত ব্যথা
থাকতো কি আর তখন তাদের
লোভের বশে - চোখের ক্ষুধা মনের ক্ষুধা?
কত মানুষ ব্যর্থ আজি
তুলে দিতে সন্তানেরি মুখে অন্ন
মজুতদারি লোভী যারা
কখনো যে করে না তা ওসব গণ্য!
২০২১ ১১ ০৯