শুধু মিষ্টি হেসে তাকিয়ে দু’নয়নে
তুলেছ ঝড় মোর এ শূন্য পরাণে
যে ঝড়ের তান্ডবে হৃদয় গহীনে
অলিন্দ নিলয় ভাসে মোর রক্ত প্লাবনে
কতটুকু ভাললাগা দিয়ে মোরে
মোর সবটুকু ভালোবাসা তোমার তরে
তুমি নিয়েছো কেড়ে
হয়েছি নিঃস্ব আমি আজ কিসের ঘোরে
অজি গোপনে রক্ত ক্ষরণে জীবনের দায়
ধুকে ধুকে পাড় করি একাকী অসহায়
মিটিবেনা যে আশা অসীম অপেক্ষায়
কী করে রচিব সে কাব্য মুখের ভাষায়
পার যদি মোরে রাখিও স্মরণে গোপনে হৃদয়ে
মেঘের আড়ালে আকাশে লুকিয়ে
২০২৩ ০৩ ০৪