খ্যাতির আছে বিড়ম্বনা
বুঝে ছিলো দত্ত বাবু
মাথায় যদি থাকতো ঘিলু
চাঁদাবাজদের করতো কাবু!
রবি ঠাকুর খ্যাতি নিয়ে
লিখে ছিলো গল্প যখন
খ্যাতির প্রচার পেতে তখন
ছিল না যে হরেক ধরণ।
এখন বটে খ্যাতির আশে
ঘটা করে দাতা বেশে
ফেসবুক আর টুইটারে
ছবি সবে আপলোড করে।
খ্যাতির যশে বিড়ম্বনা ?
ওসব এখন আর খাটেনা
খ্যাতির প্রসার যত বাড়ে
বাড়ে শুধু সম্ভাবনা।
লাইক পেয়েছে কে যে কত
সেটাই খ্যাতির মাপকাঠি
ভালো মন্দ ভুলে গিয়ে
ভাইরাল খ্যাতির চাবিকাঠি।
২০২১ ১০ ০২