ময়নামতি মানে নয় ময়নার মতি
শালবন বিহারের আছে তার খ্যাতি
প্রজাপতি হয় যদি প্রজাদের পতি
মানুষের হবে বলো কি যে দুর্গতি
রাজনীতি যদি হয় রাজাদের নীতি
চায় শুধু প্রজারা করবে যে নতি
দুর্নীতি নয় মোটে দূরের নীতি
সমাজের সবখানে এটাই রীতি
বিচারপতি যদি হতো বিচারের পতি
দুর্নীতি হতে বাপু পেতে নিষ্কৃতি
সুখ্যাতি কুখ্যাতি এ শুধু নয় স্বীকৃতি
মোটা দাগে মেনে চলে যত জনশ্রুতি
এ জাতি সে জাতি মিলে মানবজাতি
সমাজের চোখে তারা ভিন্ন প্রজাতি
কেন আজ কথা কাজে এতো জালিয়াতি
চারিদিকে মানুষের কেন এ বিকৃতি?
২০২১ ১০ ০৯