হৃদয়ের বাঁধানো ফ্রেমে চির চেনা মানচিত্রের
সীমারেখায় গর্বিত জাতিস্বত্তা আমার অহংকার।
স্বাধীনতার পটে আঁকা ভূখণ্ডে মুক্ত স্বাধীন আমি।
আমার এই মাতৃ ভূমে মানি না জুলুম, অন্যায় আমি
করি না বরদাস্ত আমি দাঙ্গা হানাহানি।
তাইতো আজ আমি সোচ্চার
মাতৃত্বের বাসনায় তৃপ্ত আমার মানবতাবাদী হাহাকার
তুলছে বিচলিত বিদ্রোহী হুংকার।
তবে কেন পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে
মানবতার হাহাকার আমায় করে না বিচলিত?
তবে কেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার এই মানবতা
অদৃশ্য বাহানায় বন্দী হয়ে থাকে
রক্ত দিয়ে কেনা আমার অধিকৃত সার্বভৌম ভূখণ্ডে?
মানবতার সীমারেখা কোথায়?
ধর্মে, বর্ণে, না জাতিস্বত্বায়?
যে মানচিত্র আমার অহংকার
সেতো এই গ্রহের-ই এইটুকু ভূখণ্ড কেবল !
তবু নিরেট গর্দভ বলেই ভাবি
আমি তো ভালো আছি।
কোথায় কোন হায়েনা শকুনের দল কি করে
আমার কিবা যায় আসে তাতে?
দেখেও দেখিনা একই হায়েনা-শকুনের দল
উড়ে বেড়ায় দিকে দিকে।
যখন পৃথিবীর অন্য কোথাও চলে হায়েনা-শকুনের উল্লাস
কোথায় তখন আমার মানবতাবাদী হাহাকার?
আমার নির্লজ্জ নিরবতায় প্রতিদিন প্রতিক্ষণ
ধর্ম, বর্ণ, জাতিস্বত্তার বেড়ি বাঁধা মানবতা কাঁদে
এখানে ওখানে।
হায়েনা-শকুনের দল মানচিত্রের সীমানা মানে না।
হায়েনা-শকুনের দল জাতি, ধর্ম, বর্ণ চেনে না।
তাইতো আমার-ই অজান্তে
আমার-ই ঠুনকো মানবতাবাদী আমাকেও করেছে গ্রাস!
২০২১ ১০ ১৯