মানুষ মোরা বড়ই বোকা
যখন তখন খাচ্ছি ধোকা।
যাদের আছে অঢেল টাকা
তাদের আবার কিসে ঠেকা
বানায় তারা অট্টালিকা
বোঝে না সে মরীচিকা।
যাদের নাই টাকার চাকা
জীবন তাদের লাগে ফাঁকা
দন্ধ নিয়েই ধায় জীবিকা
দিশাহারা ওই বেঁচে থাকা।
যাদের নাই কোনই টাকা
তাদের মন অতি হালকা
চাহিদার ও নাই তালিকা
পিছুটানে রয় না আটকা।
আছে তবু ভয় আশংকা
কখন যে কি হয় আচমকা
কে যে কখন বাজায় ডংকা
যেতে চাইবে সবাই লংকা।
২০২১ ০৮ ০৬