মানুষ বুঝি জন্মে ছিলো বিবর্তনের ক্রম ধারায়।
সেই কথা কি সবে মোরা বলতে পারি নির্দ্বিধায়?
মানুষ হবার আগে যদি, ছিলেম না যে মানুষ মোরা
সেই হিসেবে, মোদের তবে পূর্বপুরুষ ছিলো কারা?
কেউ বা বলে, ধাপে ধাপে মানবজাতি সৃষ্টি হলো।
মানুষ হবার আগে নাকি মানুষগুলো বানর ছিলো!
তাই যদি হয়, কোন কারণে
যোগ্যতমের উদবর্তনে
চিতা হলো সবচেয়ে বেশী দ্রুতগামী?
ঘ্রাণেন্দ্রিয় হাতির কেন মোদের থেকে শক্তিশালী?
কি করে যে ঈগল পাখি
ঠাহর করে মোদের থেকে অনেক বেশী?
আবার দেখো ধরায় বসে মানুষ ভাবে
শিঘ্রী তারা ঘর বানাবে মঙ্গলে
থমকে থাকা বিবর্তনে, মানবজাতির
পূর্বপুরুষ আজ ও থাকে জঙ্গলে!
এসব ভেবে আমি যখন দিশেহারা
হারাই আমি জ্ঞানের যত কুল কিনারা
আরো ভাবি, চলবে নাকি বিবর্তনের ক্রমধারা?
এমন কিছু হলে তবে, আমার মতো মানুষ যারা
হারাবে তার বংশধারা অনাগত ভবিষ্যতে
মানুষ তখন মানুষ হয়ে থাকবে কি আর এই জগতে?
২০০১ ০৭ ৩১