মিথ্যের মহামারীতে
বেঁচে থাকা ছিটেফোঁটা সত্যগুলি
পালিয়েছে ইঁদুরের গর্তে !
মৃত সব সত্যের শেষকৃত্যে
মিথ্যের মশাল মিছিলে
অদৃশ্য আশংকায়
ভীত-সন্ত্রস্ত সব সত্যের প্রেতাত্মারা
খুঁজে বেড়ায় নিরাপদ আশ্রয়
আঁধারে আড়ালে।

২০২১০৫২৬