চাঁদ, সেতো উজ্জ্বল
যখন রাতে আঁধার কালো।
হোক না সে আঁধার কালো,
আছে বলে তিমিরে আঁধার
দেখি চাঁদের আলো।
রাতের আঁধারে দেখি আরও
ঝলমলে সব তারাগুলো,
এতো আলো তারা কোথায় পেলো ?
নিত্য যে দেখি সূর্যটা ও
নীল গগনে ছড়ায় আলো।
যখন থাকে দিনের আলো?
নাকি সূর্যটা আছে বলে-ই
আসে দিন - দিনের আলো?
থাকে না যদি মেঘের কালো
অকাশের গায়ে থাকে নীল-রাঙানো
এতো নীল সে কোথায় পেলো?
নাকি নীল আকাশের চোখে শুধু?
নীল সাগরের প্রেমের আলো!
দেখেছো কি দিগ্বলয়ে
লাল-নীল সব আলোর খেলা?
আকাশ আর সাগর যেথায়
বসিয়েছে মিলন মেলা?
চারিদিকে কি অপরূপ
সব আলোর মেলা,
কি করে মাখবো গায়ে মোর
এত আলোর খেলা ?
আঁখি মুদে যদি রাখি
মোর হৃদয় খোলা।
প্রহেলিকার হাতছানি
সেতো যায় না ভোলা!
ভাবি বসে আজ কোন বিরহে,
আলো মাখা এই শব্দ গুলো
সুখে-দুঃখের মিলন দাহে,
কোথা হতে যে উড়ে এলো?
২০২১ ০৬ ২৫