সংযমের এক মাস হলে পার
আসে খুশির ঈদ
সবার মাঝেই খুশির জোয়ার
যেথায় যে সুহৃদ
ফিরনি, জর্দা, পোলাও, কোরমার
নয় শুধু যে ঈদ
মুছে ফেলো কালিমা যত যার
হিংসা বিদ্বেষ জিদ
ধনী গরীব চাই যে সবার
সমান খুশির ঈদ
সবার সাথে হও একাকার
হও যদি আবিদ
নিজের তরেই চাওয়া পাওয়ার
জন্যে নয়তো ঈদ
যত পারো দাও করে উজাড়
পুণ্য কর খরিদ
সে তো শুধু কৃপা আল্লাহর
দিলেন মোদের ঈদ
খুশির সাথে জপ বারেবার
জানান দাও তৌহিদ
২০২১ ০৭ ২১