আমিত্ব একটা অহংকার
বুদ্ধি, বিত্ত-বৈভব, ক্ষমতার
আমিত্ব একটা দম্ভ
মূর্খ, বর্বর, অসুর নিশুম্ভ
আমিত্ব একটা স্পর্ধা
অমরত্বের নির্লজ্জ ক্ষুধা
আমিত্ব একটা ধৃষ্টতা
মনুষ্যত্বের পরাজিত স্বত্তা
আমিত্ব একটা নির্লজ্জতা
বিশ্বাসঘাতকের অসভ্যতা
আমিত্ব একটা বশ্যতা
উগ্র অজ্ঞ অক্ষমতা
আমিত্ব একটা প্রবঞ্চনা
নিরেট মিথ্যে বেহায়াপনা
আমিত্ব একটা ঔদ্ধত্য
নিজেকে নিয়েই নিজে মত্ত
২০২১ ০৭ ১৩