জ্ঞান পিপাসায় নিমগ্ন মত্ত
কেটেছে মোর নিত্য-নিমিত্ত।
সাধনে জ্ঞান-বিজ্ঞানে
সব-ই আজ নখদর্পনে।
অণু -পরমাণু সকাশে
মহাকাশ – মহাবিশ্বে
সন্ধানী মননের বিকাশে
নিবেদিত জ্ঞানীদের প্রয়াসে
সব আজ মানুষের বশে!
বেশ জানি আছে কত
ডিএনএ বা নিউরন,
জানি বটে কত শত
অসুখের কি কারণ।
আকাশ -মহাকাশ জুড়ে
গ্রহ-তারা আছে যত দূরে
কোথায় কখন কত জোরে
জানি কোন অরবিটে ঘুরে ফিরে।
আরো জানি যাহা থাকে ধরণীর উদরে
পাহাড়ের শিখরে বা সাগরের গভীরে।
জানিনা যে এসবের কতটুকু
লাগে হায় মানুষের উপকারে!
তবু মোরা থাকি সদা তুষ্টু
অজানা জ্ঞানের সরোবরে।
দেখেছি কি পাছে হায়
জ্ঞানীদের অগোচরে
মানুষের প্রাণ যায়
রোগে শোকে অনাহারে?
অকারণে কারসাজি
গোলাগুলি বোমাবাজি
জেনে মোর লাভ নাই
মোর শুধু জ্ঞান চাই!
চেয়ে চেয়ে দেখি বটে
জানি কিছু যাহা রটে,
করি না যে ভ্রূক্ষেপ
নেই কোনো আক্ষেপ।
বটে জ্ঞানে কত উদ্দমী
শিক্ষিত গর্দভ আমি!
হয়েছি মস্ত জ্ঞানী
মানুষ হতে পারিনি।