জানি দেখা হবে মোদের আবার
এরই মাঝে কত সন্ধ্যা সকাল
কত কাল হবে পার।
যখন হবে দেখা
চেয়ে দেখো আমি
বদলে গেছি কত
আমার সকল অর্জন
আমাকেই নিত্য করবে তিরস্কার।
অথচ তুমি রবে আগের মতোই
নির্বাক দর্শক হয়ে
ঘিরে সেই ঘুমন্ত ফুজিয়ামা ।
জেনে রেখো, নিশ্চিত কোনো একদিন
ফুটবে ফুটন্ত লাভা
যখন তুমিই হবে জ্বলে-পুড়ে ছারখার !
কে শুনবে বলো
তখন তোমার চিৎকার ?
আবার যখন শান্ত হবে ফুজিয়ামা
খুঁজে দেখো ক্ষত চিহ্ন
সেই বিদগ্ধ আত্মার।
কোনো পাওনা বাকী নেই আর
তবুও ক্লান্ত দেহের আত্মসমর্পণ
তোমায় দিবে নতুন অহংকার।
অনেক আগে একদিন বলেছিলাম,
ভালো যদি বাস তবে
সে যেন হয় শুধুই পাগলামী।
আজ ও তার দেখা পাইনি।
বাকীটা জীবন হয়তো এভাবেই
পার হবে পাগল হবার স্বপ্ন নিয়ে।
২০০৪ ০৬ ২৭