দেখতে দেখতে পার হলো যে অর্ধ শতক
এরই মাঝে ঘটলো কত গল্প নাটক।
সুখে দুঃখের সাথে ছিলো,
মন্দের মাঝে কিছু ভালো।
আমার যত আছে মন্দ
পাও যদি তার একটু গন্ধ
ভুলে থাকবে সব সম্বন্ধ
ক'জন-ই বা থাকবে অন্ধ?
গুনবে যারা আমি কত খারাপ ছিলাম
ঘৃণা ভরে নিবে তারা আমার নাম
দেখবে যারা আমার শুধু দুঃখ টুকু
নাটক শেষে হয়তো তারা ফেলবে অশ্রু
ভালো করার যতটুকু প্রয়াস ছিলো
ততটুকু ই দেখায় যেন সবায় আলো
সব মিলিয়ে এটাই আমার সাধের জীবন
ভয়ে থাকি কেমনে হবে এর অবসান?
২০২১ ১০ ২৩