চলছে প্যান্ডেমিক
নাই কারো মাথা ঠিক!
চারিদিকে রাত দিন
ভ্যাকসিন ভ্যাকসিন!

এই ফাঁকে তালেবান
নিয়ে নিলো আফগান!
মনে পড়ে আইসিস?
সে যে এক ক্রাইসিস!

কার হাতে গুটি চাল?
কারা করে দেখভাল?
খোলা রাখো চোখ কান
কইরো না টেনশান।