সে ছিলো আমারি শয়নে স্বপনে
তব তাহারে ভুলিয়া দুঃখের-ই দহনে
দিন ও রাতি কাটে ব্যথিত পরাণে
চাহিব কি আর তাহারে সুখের-ই কারণে
বোঝেনি থাকিয়া সে এতকাল আমারি সনে
ফিরায়ে দিলে আমারে বারে বারে
আমি ও সহসা অভিমানে অপমানে
কভু চাহিবো না যে আর তাহারে
আমি যাহা চেয়েছিনু, বুঝায়েছি কত করে
পার করিয়াছে এতকাল বুঝে ও তা না বুঝে
তাই বুঝি আজি সকলি হারায়ে বিরহের ঝড়ে
একাকী কাটিবে তার নিয়ত প্রভাতে ও সাঁঝে
২০২১ ১০ ২০