সাদা কয় গজ কাপড় মুড়ে
নিথর আমার দেহটারে
সাড়ে তিন হাত মাটির ঘরে
রাখবে যখন অন্ধকারে
আসবেনা যে কোন কাজে
যা করেছি ভবের ঘোরে
পাবো না যে কাউরে খুঁজে
কিয়ামতে শেষ বিচারে
জানি আমি আসবে মরণ
নিত্য যদি হইত স্মরণ
ভবের মোহে থাকত বারণ
নিয়ন্ত্রণে চলত জীবন
আমি যেন জীবন চালাই
মরণ যেন অনেক দূরে
দমের যে হায় ভরসা নাই
ভুলে থাকি মোহে ঘোরে
কখন কাহার ডাক পড়িবে
আল্লাহ ছাড়া কে তা জানে
আসবে বটে সবারই ডাক
যতই থাকি ভবের ধ্যানে
তিঁনি আমায় ডাকার আগে
পারি যদি ডাকতে তাঁরে
ভয়ের কিছু থাকবে না আর
কবরের অন্ধকারে
২০২২ ১২ ২২