করিয়া ছলনা
ডাকিলে ললনা
উপল নয়না
বাসিবে বাসনা।
ভুলিয়ে ভজনা
প্রভাতে অহনা
নিশীথে জোছনা
ঝরিয়ে ঝরণা
হৃদয়ে মোহনা
খুঁজিবে আঙিনা
করিবে তাড়না
বাড়িবে তৃষণা।
হারিয়ে চেতনা
ব্যথিত বেদনা
যতনে যাতনা
করিবে সূচনা।
থাকিবে অজানা
অশ্রুত ঘটনা
অচেনা নমুনা
পাবেনা তুলনা।
বাজিয়ে বাজনা
করিবে রচনা।
রটিবে রটনা
বাড়িবে ভাবনা।
খুঁজিবে ঠিকানা
হারিয়ে নিশানা
সাধিবে সাধনা
পাবেনা সীমানা।
বুঝিবে বাহানা
আকুল কামনা
ধরিবে ধরনা
চাহিবে করুণা।
২০২১ ০৯ ৩০