কা কা করে ডাকতে থাকে রোজ সকালে কাক
কাকের ডাকে কোথাও কেহ হয়না হতবাক
কাকের বাসার মিল খুঁজে পাই কারো মাথার চুলে
কাঁকুই দিয়ে আঁচ্ড়াতে চুল থাকে যারা ভুলে
কাকের বাসায় ডিম পেড়ে যায় কোকিল চুপিসারে
কোকিল ছানা বেড়ে উঠে কাকের আদরে
কৃষ্ণ বর্ণ কাক কোকিলের দেখতে আছে মিল
কুটুম তারা কেউ কারো নয়, শত্রু তাদের চিল
একদা এক কাকের গল্প অনেকেরই জানা
ঘড়ার জল পান করে কাক দেখায় মুন্সীয়ানা
একটুখানি জল ছিলো সে ঘড়ার তলানিতে
ঘড়ার ভিতর নুড়ি ফেলে জলের নাগাল পেতে
ঘিন্নে পিত্তে নেই যে কাকের, আবর্জনা ঘাটে
পচা গন্ধ মরা বিষ্ঠা খেয়ে জীবন কাটে
এরই মাঝে আছে বটে কাকের মহত্ব
পরিবেশের সাম্য রক্ষায় তাদের বীরত্ব
গল্প আছে, কাক রা কেন লাফায়ে লাফায়ে চলে
ময়ূর ঢঙে নাচতে গিয়ে, হাটতে গেছে ভুলে
কোথাও কোন কাক মরিলে ডাকে স্মরণ সভা
প্রাণীকূলে দরদ মাখা থাকে এমন আভা
২০২২ ১১ ২৯