মানুষ হয়ে জন্ম নিলে
মনুষ্যত্বের বিচার হয় তার আচার গুনে।
মানুষ হওয়ার মন্ত্র মিলে
নীতির টানে কুমন্ত্রণার লাগাম টেনে।
মানুষ বলো কোথায় পাবে মানুষ হওয়ার
নীতি কথা?
সৃষ্টি থেকে মানব জাতি করছে কদর
রীতি প্রথা।
কে না জানে সহনশীল আর সদয় হলে
সবাই তারে ভালোবাসে।
ন্যায়পরতা ও সৎ আমলে ভক্তি মেলে
সব মানুষের অনায়াসে।
এসব রীতি করে মঙ্গল সবার তরে
সর্ব স্তরে সমান করে।
এসব কথা সবাই জানে, স্বীকার করে,
কজন-ই বা মান্য করে?
তাইতো বুঝি মনুষ্যত্ব বিরল আজি
মানুষের-ই অনাচারে
কারণে কি অকারণে কিসের মোহে
মানুষ শুধু মানুষ মারে?
আমি দেখো প্রতিবেলা উদর পুরি
সুস্বাদু সব পানাহারে
এক-ই সাথে আমার মতো কত মানুষ
জীবন হারায় অনাহারে।
আমি যখন মনের সুখে শখ মেটাতে
খরচ করি উজাড় করে
ঠিক তখনি-ই পথ্য ছাড়া কত মানুষ
জীবন হারায় অগোচরে।
যাদের হাতে এই পৃথিবীর শাসন ভারে
অসত্য সব অজুহাতে যুদ্ধ চলে
তাদের হাতেই মনুষ্যত্ব বন্দী আজি
শোষণ আর নিপীড়ণের যাঁতাকলে।
২০২১ ০৯ ০৯