এমন যদি হয় চকিতে
ফিরে যাবো সেই অতীতে
করবো গিয়ে মোকাবেলা
মীর জাফরের খেলা
রুখে দিতে পারবো কিনা
ব্রিটিশ রাজের ফণা?
এমন যদি হতো হঠাৎ
খুলে যাবে আমার বরাত
পেয়ে যাব যখন সজাগ
আলাদিনের গোপন চেরাগ
বশে এনে দৈত্য জ্বিনি
খুঁজবো না যে সোনার খনি
করবো হুকুম দৈত্যটারে
সে যেন সব আনবে ধরে
আছে যত জালিম শাসক
ভণ্ড পাপী চোর প্রতারক
এমনটা আর হবে নাকি
পারবো আমি দিতে ফাঁকি
অদৃশ্য এক মানুষ হয়ে
দিনে রাতে আসবো ধেয়ে
কে যে কখন কোথায় বসে
ফন্দি আঁটে কোন মানসে
মানবতার ধ্বংস ডাকে
শান্তিকামীর জাল মোড়কে
ফন্দি তাদের দেবো ঠুকে
পাঠিয়ে সব ঘিণ নরকে
এমনটা তো হতেই হবে
স্বাধীনতার এই উৎসবে
মানবতার মুক্তি হবে
থাকবে না যে কেউ নীরবে
মুক্ত স্বাধীন সেই গড়বে
উঠবে জেগে সবেই তবে।
২০২১ ১২ ১৫
[প্রথম ৬ লাইন ২০২১ ১১ ২১ লেখা]