দিকে দিকে দেখি আজ
অশুভ অশনি সংকেত।
মানুষ ভুলিয়াছে লাজ
হেথা মনুষ্যত্ব অনভিপ্রেত
কে মরে বা কে বাঁচে
তাতে কিবা যায় আসে ?
যতদিন জালিমেরা থাকে বেঁচে
কাটায় প্রমোদে উল্লাসে।
সিদ্ধ-হস্তে তারা করেছে হনন
বাঁচার সব অধিকার করেছে দমন।
জুলুমের হাতিয়ার রয়েছে সচল
জালিমের হাত হয়েছে সফল।
চারিদিকে জুলুমের দেয়াল নিশ্ছিদ্র
মজলুম কাটায় নিশি-দিন বিনিদ্র।
যুগে যুগে যত জালিম-অত্যাচারী
ভাবেনি হবে না তার শেষ রক্ষা।
সব পথভ্রষ্ট পাপাচারী
ইতিহাস করেছে উপেক্ষা।
কত জালিম হয়েছে বিলীন
ফিরাউন, চেঙ্গিস, বা হিটলার।
ক্ষমতার দাপট, ছিল কার ক'দিন ?
আজ-ও মানুষ করে কত ধিক্কার !
কতশত শতাব্দী পেরিয়ে
মুখোশের বেড়াজালে জড়িয়ে
শোষণের হাতিয়ার হয়নি স্তব্ধ
মনুষ্যত্ব আজ-ও অবরুদ্ধ।
২০২১০৬০৬