কতেক বাবা ধর্ম টারে ল্যাং মারিয়া
গাঁজা ভরা কল্কি টানে।
কতেক দেখো বগল-দাবা কইরা ধর্ম
দেশ ও জাতির নেতা বনে।
মাদক-রাজা, চিনি-বাবা এরই ফাঁকে
নাম পরিচয় গোপন রাখে টাকা গুনে।
যে যাই বলুক, তারা তো আর সন্ত্রাসী নয়!
দেয় না বাধা দেশ ও জাতির উন্নয়নে!
বাধা কেবল ধার্মিকেরা
মানবজাতির উন্নয়নে
ধর্মের ফান্দে পইড়া মানুষ
আটকা পরে পিছুটানে!
ধর্মের কথা শুনলে পরে মুক্তমনার
সারা গায়ে আগুন জ্বলে!
ধর্মহীন মানুষগুলা কত ভালা
বুঝায় ছাড়ে, ছলে বলে কৌশলে।
ধর্ম নাকি খুন খারাবির চাবিকাঠি!
যুগে যুগে যুদ্ধবাজের যোগায় ঘাঁটি!
এক চোখাদের এমন দাবী কত খাঁটি?
বুঝতে হলে খোলা রাখো চক্ষু দুটি।
গণতন্ত্রের নামে যখন
জাতির মাঝে দলাদলি
তাই নিয়েই নিত্য দেখো
কত মানুষ হচ্ছে বলি!
গণতন্ত্রের জন্য যারা
বিশ্বব্যাপী মানুষ মারে
প্রশ্ন জাগে, "শান্তিপ্রিয়"
তারা কি আর যুদ্ধ করে?
যুদ্ধ করে মানুষ মেরে
বিশ্বব্যাপী গণতন্ত্র কায়েম হলে
শান্তি নামের সোনার হরিণ
আসবে ধরায় হেলে দুলে।
মানুষ যদি ধর্মটারে পুঁজি করে চালায় জীবন!
উন্নতির ক্রম ধারায় আসবে নাকি অধঃপতন?