দাও ডাক তুমি হে
তোমা রবের-ই রাহে,
যেন তা হয়না আদেশ
থাকে গূঢ় প্রজ্ঞা বেশ,
উৎকৃষ্ট উপদেশ,
আর যুক্তি সবিশেষ
(থাকেনা যেন রেশ
অপমান ও ক্লেশ;
জেনে রেখো সব
তোমাদের-ই রব
নিশ্চয় জানে সব,
চ্যুত যদি কেহ হয়
তাঁর পথ হতে হায়!
আর তিঁনি তো সবই জ্ঞাত
যারা থাকে তাঁর পথে ব্রত।
-----------------------
প্রেক্ষাপট: আমার লেখা "আমি কি মুসলমান?" কবিতাটি কেন্দ্র করে কবি জাগ্রত যুবক-র অসাধারণ মন্তব্যে -"ধর্ম নিয়ে বারাবাড়ি করা যাবে না" উদ্বুদ্ধ হয়ে আমি পবিত্র কোরআন-র একটি আয়াত (১৬:১২৫) ছন্দের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। এই আয়াতের মধ্যে অত্যন্ত স্পষ্ট করেই কবি জাগ্রত যুবকের মন্তব্যের প্রতিফলন পাওয়া যাবে।