চলছে জীবন হিসেব কষে
কি হতে চাই কোন বয়সে
লেখাপড়ার পাট চুকিয়ে
কোন বয়সে করব বিয়ে
কয়টা হবে ছেলেপুলে
ভাববো তখন দুজন মিলে
হিসেবটাতে অমিল হলে
জীবন যাবে রসাতলে
কি লাভ হবে থাকলে দেশে
এমনটা কেউ হিসেব কষে
লাভ লোকসানের হিসেব শেষে
কেউ থেকে যায় নিজের দেশে
সোনার হরিণ কেউবা খোঁজে
দূর প্রবাসে জমায় পাড়ি
সুখের আশায় তাদের বুঝে
বিদেশ থাকার পাল্লা ভারী
দেশে কিংবা বিদেশ থাকুক
পুঁজির হিসেব কে না করে
কার কতটা জমলো পুঁজি
করবে হিসেব চুপিসারে
ছেলেপুলে বড় হলে
যে যার মত জীবন গড়ে
জীবন নিয়ে তাদের হিসেব
তারা সবাই নিজেই করে
থাকে যত আয় -উপার্জন
যায় না সাথে মরার পরে
অংশীদারী সবাই মিলে
যে যার মত বণ্টন করে
ভবের মেলায় জীবন শুরু
অবুঝ প্রাণে শূন্য হাতে
শূন্য গোলা ভরতে গিয়ে
বেহুঁশ থাকি দিনে রাতে
ফিরে যাওয়ার সময় হলে
ছাড়ব জগত শূন্য হাতে
এই জগতের সব উপার্জন
থেকে যাবে এই জগতে
শূন্যের হিসেব ক'জন করে
মরার কথা নেয় আমলে
জীবন যখন কাটে ঘোরে
শূন্যের হিসেব যায় যে ভুলে
২০২২ ০৭ ২৫