স্বপ্ন দেখবে স্বপ্ন
চাই অনেক বিত্ত বৈভব রত্ন
নাকি এমন কোনো স্বপ্ন
যা কিনা একটুখানি ভিন্ন
আছে আদর সোহাগ যত্ন
যেখানে বিত্ত বৈভব সব নগন্য
নাকি এমন কোনো স্বপ্ন
যা থাকে সকাল সন্ধ্যা সাড়া লগ্ন
নাকি এমন কোনো স্বপ্ন
হতে চাও একটুখানি বরেণ্য
নাকি আকাশ কুসুম কোনো স্বপ্ন
যা না পেলেও হবে না বিষন্ন
আমিও দেখি অনেক স্বপ্ন
আমি শোষণের মুখোশে দেখি ক্ষমতার স্বপ্ন
কত নির্লজ্জ্ব জঘন্য
আমি দেখি বুভুক্ষ চোখের স্বপ্ন
শুধু চায় দুবেলা দুমুঠো অন্ন
আমি যুদ্ধের ঝংকারে শুনি বিলাপের স্বপ্ন
এতো রক্ত, শবদেহ কিসের জন্য
সারি সারি লাশের মিছিলে স্বপ্নের বর্ণমালা
শান্তির ট্রাম্পেট হাতে স্বপ্নের ফেরিওয়ালা
আমাকে দেখায় স্বপ্ন
স্বপ্ন দেখবে স্বপ্ন ?
২০২১ ১০ ০৫