ঝরে যায় ফোটা ফুল
ফুল যদি ফুটে যায়
ঝরে যায় তবে!
ফুলের কলিরা কয়
ফুটবে সে কবে?
ফুলেরা কি ফুটে হায়
ঝরবার তরে?
না ফুটে ফুলের কলি
শোভিত কি করে?
ফোটা ফুল শোভা পায়
ক্ষনিকের তরে।
কখনো চুলের খোঁপায়
বা সাজানো ঘরে।
ঝরে যায় শোভিত যে ফুল
ক'জনা বা রাখে তারে মনে ?
সুবাসী শোভনা অনুদানে
বেঁধে রাখে সে অজানা ঋণে।
২০২১ ০৯ ২৭