বক ডাহুক মাছরাঙা সব, থাকে বিলে ঝিলে
পাবদা পুটি টেংরা টাকি, পাবে যেথায় জলে
মাছের খোঁজে পানকৌড়ি থাকে নদী খালে
সবাই তারা মাছ ধরতে বড্ড পাকা জেলে
বক দেখতে সাদা বর্ণ, পানকৌড়ি কালো
নীল কমলায় মাছরাঙা, ডাহুক সাদাকালো
বকের মত দেখতে সারস, ধূসর গায়ের রঙ
মাছ না পেলে খেতে পারে ইঁদুর পোকা ব্যাঙ
চড়ুই পাখি দেখতে ছোট বুদ্ধিতে বেশ খাসা
দালান কোঠার খোপে খাপে বানায় তারা বাসা
শুকনো ঘাস লতা পাতায় বাবুই বাসা বুনে
তাঁতী পাখি নামে তাদের তাইতো সবাই চেনে
বাবুই পাখি বাসা বানায় দলে দলে মিলে
তাল গাছের পাতায় তাদের বাসা থাকে ঝুলে
ছোট্ট বাবুই তাঁতীর মত কেমনে বুনে বাসা
সবাই তাদের দক্ষতাকে করে প্রশংসা
দোয়েল শ্যামা বুলবুলিরা সুরের মূর্ছনায়
সব মানুষের মনের ভাষায় নির্জনে গান গায়
দোয়েল পাখির গর্ব অনেক জাতীয়তার প্রতীক
বুলবুলি আর শ্যামার সুরে দিওয়ানা হয় প্রেমিক
রঙবেরঙের পায়রা মানুষ শখের বশে পুষে
কোমলমতি পায়রা প্রেমিক আছে সকল দেশে
কারো কাছে প্রিয় চন্দন লক্ষা কাগজী
কেউবা পুষে মক্ষী আর কেউবা সিরাজী
পায়রাসম ঘুঘু পাখি পোষ মানানো দায়
শস্য দানা খুঁজতে আসে বাড়ির আঙিনায়
ময়না পাখির অনেক কদর বলতে পারে কথা
সোহাগ করে ময়না ডাকার আছে এমন প্রথা
শালিক পাখির ছড়াছড়ি সারা বাংলা জুড়ে
পোষ্য শালিক কথা বলে মোদের নকল করে
হরিৎ বর্ণ টিয়া পাখির কৃষ্ণ কণ্ঠহার
ডালপালা বাইতে করে ঠোঁটের ব্যবহার
চিল ঈগল বাজ পাখিরা দূর আকাশে উড়ে
তীব্র বেগে নেমে এসে শিকার তারা ধরে
দ্রুতগামী এসব পাখির দৃষ্টি শক্তি প্রখর
শিকারী সব পাখির আছে শক্তিশালী নখর
হুতোম প্যাঁচার চেহারাটা পাখির মত নয়
হঠাৎ করে চোখে পড়লে লাগতে পারে ভয়
উড়তে পারে এই নিশাচর শব্দ হয়না মোটে
শিকার ধরতে শ্রবণ শক্তি কাজে লাগায় বটে
মরা গাছের কান্ড শাখায় কাঠঠোকরা খুটে
লুকিয়ে থাকা পোকামাকড় ভাগ্যে যদি জুটে
লাল টোপাড়া মাথায় তাদের, শক্ত ঠোঁট চোখা
কাঠঠোকরা সচারচর উড়ে বেড়ায় একা
ধনেশ পাখির ঠোঁটের কথা সবাই ভালো জানে
শিঙের মত ঠোঁট দুটি তার ঢাকা শিরোস্ত্রাণে
বাদুড় থাকে দলেবলে ঝুলে গাছের ডালে
উড়তে পারে বলেই তাদের পাখি বলি ভুলে
বাদুড় কিন্তু পাখি তো নয় স্তন্যপায়ী প্রাণী
মানুষ বানায় রক্তচোষার অলীক কাহিনী
২০২২ ১১ ৩০