এক ধর্মের সাথে বলো অন্য ধর্মের তুলনা কি আর হয়?
হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধ, কেউ তো আর এক নয়
ভাবছো বুঝি, আমি এখন করছি বিভেদ সৃষ্টি?
ধৈর্য ধরে পড়ো খানিক, দিয়ে অন্তর্দৃষ্টি!

মানুষ বলো ভিন্ন কোথায় হাত-পা শরীর গা গতরে?
রক্ত সবার সমান রাঙা - অহং তবে কিসের ঘোরে?
মানুষ দেখো হাসে-কাঁদে সুখ-দুঃখে ভিন্ন তালে  
ভিন্নতা নেই মোটেই কারো ঠোঁটের হাসি চোখের জলে।

মানুষ তবে ভিন্ন বটে জ্ঞান গরিমায় ধন-দৌলতে
কেউ বা ছোট কেউ বা বড়ো, যখন থাকে অহং তাতে।
বিশ্বাসে আর মননে ও ভিন্ন মানুষ ভিন্ন মতে
এমনটা তো হতেই পারে, কার আসে যায় কিবা তাতে?

কারে মানো? বুদ্ধ, যীশু, বা আল্লাহ, নাকি ওই ভগবান
ধ্যানে যখন ডাকো তাদের, ভাবো নাকি সবাই সমান?
সমান যে নয় বাইবেল, কোরআন, ত্রিপিটক, আর বেদ।  
তবে যে ক্যান দাবী করো ধর্মে ধর্মে নেই ভেদাভেদ!
ধর্ম গুলো সমান তো নয় - ছিল না তা কোনো কালে
মিছেই তবে বলো কেন, কি মতলবে কিসের ছলে?

কোনো ধর্মে আছে নাকি আঘাত করো অন্য ধর্মে?
যুগে যুগে হানাহানি চলছে তবে কার হুকুমে?
ধর্মের নামে  কিছু মানুষ আঘাত হেনে ফায়দা লুটে
নির্বোধেরা মাতাল হয়ে তাদের পিছে চলে ছুটে।

যে যার ধর্মে থাকবে অটল  - বিশ্বাসীদের বাধ্যতা।
যে যার ধর্ম করবে পালন - একেই বলে সাম্যতা।

আমি যদি দূর্গা দেবী যীশু খ্রীষ্টে করি প্রণাম
কি করে করবো দাবী আমি হলাম আল্লাহর গোলাম?
মুখে মুখে যীশু বলে রাখো যদি দূর্গা দেবী অন্তরে
ধর্মের সাথে মোনাফেকী করবে তুমি কি করে?

ধর্ম নিয়ে যুগে যুগে যারা করে মোনাফেকী
হানাহানির উস্কানিতে তারা করে তদারকি
সর্বকালে এরাই ছিল মানবতার হুমকি।