এক  চিলতে জীর্ণ বসনে
রোদেপোড়া ত্বকের ভূষণে
ঘাম আর ধুলার পিধানে
বেঁচে থাকা যুদ্ধে স্বনির্ভর
হররোজ ঘানি টানে দিনভর
দৃঢ়বলে কভু  হয়নি পর-নির্ভর।

লাগাতর শ্রমে বড় ক্লান্ত
এতটুকু হয়নি অশান্ত।

দুমুঠো সাদা ভাতে এতটুকু নুন মেখে
আনন্দে উঠে মেতে, খেয়ে নেয় মহা সুখে।

পথে-পথে ঘোরে সে, নেই তার ঠিকানা
সমাজের অগোচরে, থাকে সে অচেনা।

খুঁজে পায় কোথা সে এ জীবনে সান্তনা?
অনুযোগ-অভিযোগে বোঝে না সে বঞ্চনা।

কপালের ভাঁজে লেখে জীবনের প্রতিশ্রুতি
বোঝা দায় সে জীবনে কোথা পায় তৃপ্তি !

খোঁচা খোঁচা দাড়ি মুখে উদাসীন চেয়ে থাকে
তবু তার যায় দিন হাসি মুখে সুখে দুঃখে।

যতদিন থাকে বেঁচে, নেই তার মুক্তি
যতটুকু দিয়ে যায় কতটুকু হয় তার প্রাপ্তি ?


[২০২১ ০৬ ১৩]