বসেছিলাম শহীদ মিনার
হঠাৎ অভ্র হলো ঘ্ণ আধার
প্রবল হাওয়ায় উড়ছে বালিকণা
তরুলতারা পড়ছে মাটিতে নুয়ে।
পত্রক্ষণে চারিপাশ যেনো রুদ্ধশ্বাস
জন মানবের ছুটাছুটি পরিপূর্ণ কোলাহল
মঞ্চনাটক গেল থেকে সমাপ্তি হলো ঝড়ের কারণে
চেয়ার হলো ফাকা লাইট গেলো নিভে প্রকৃতি কি না পারে?
অভ্রভেদী জলে ভাসিল মাটি
ঝড় হাওয়ায় উত্তাল চারিপাশ
টাউনহল প্রাঙ্গনে কাল বৈশাখীর পূর্বাভাস।
বৃষ্টির জলে আসিল বরফ
টুং টাং আওয়াজে মুখরিত রাস্তাঘাট
এই হলো শুরু আনিল গুরু
কে জানে কবে থামিবে এই প্রকৃতির ব্জ্রপাত?
৩০/৩/১৮
টাউনহল প্রাঙ্গন,ময়মনসিংহ